শিক্ষারত্ন হলেন বড়জোড়া কলেজের অধ‍্যক্ষ

5th September 2020 2:53 pm বাঁকুড়া
শিক্ষারত্ন হলেন বড়জোড়া কলেজের অধ‍্যক্ষ


সৌম‍্য বন্দ‍্যোপাধ‍্যায়  :  এবছর শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন বাঁকুড়া জেলার বড়জোড়া কলেজ এর অধ্যক্ষ ড. অরুণ কুমার রায় । বাঁকুড়া জেলা থেকে এবছর তিনিই একমাত্র শিক্ষক যিনি এই গৌরবময় পুরস্কার পাচ্ছেন। অরুণ বাবু বলেন পুরস্কার পেলে সকলেই খুশি হয়। আমিও তার ব্যতিক্রম নই । তবে এত বড় সম্মান পেয়ে আমি সত্যিই অভিভূত। ছাত্র-ছাত্রীদের ভালোবাসার জোরেই আমার এই সম্মান প্রাপ্তি
উল্লেখ্য অরুণ কুমার রায় বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । তারপর সেখান থেকেই প্রথমে এমফিল ও পরে পিএইচডি ডিগ্রী লাভ করেন । কুড়ি বছর তিনি সোনামুখী কলেজে অধ্যাপনা করেন। ২০১৫ সালে তিনি বড়জোড়া কলেজে অধ্যক্ষের যোগ দেন। তাঁর কার্যকালে এই কলেজ বাঁকুড়া জেলার অন্যতম সেরা কলেজে পরিণত হয়। অরুন বাবুর মা মঞ্জরী  দেবী বলেন, আমার ছেলে বাঁকুড়া  জেলার মুখ উজ্জ্বল  করেছে । অধ্যক্ষের সম্মান প্রাপ্তির খবর আসতেই বড়জোড়া কলেজের ছাত্র ও শিক্ষক মহলে আনন্দের হিল্লোল ছড়িয়ে পড়ে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।